
আমাদের মিশন
পরিকল্পিত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার মাধ্যমে জাকাতের মাকাসিদের শরীয়াহ বাস্তবায়ন করা।
অবকেজটিভস
১. ইসলামের দ্বিতীয় প্রধান ইবাদাহ জাকাত আদায়ে মুসলিমদের উদ্ব্দ্ধু করা।
২. আধুনিক বহুমাত্রিক জটিল অর্থব্যবস্থায় সম্পদের জাকাত হিসাব পদ্ধতিকে সহজ ও সাবলিল করা।
৩. জাকাতের মাকাসিদ এ শরীয়াহ তথা “টেকসই দারিদ্র বিমোচন“ কল্পে জাকাতের কার্জকর ও সুষ্ঠু বিতরন নিশ্চিত করা ।
৪. জাকাত সংগ্রহ, বিতরন ও মাকাসিদের শরীয়াহ পূরণে দক্ষ, স্ব”ছ প্রাতিষ্ঠানিক পদ্ধতি প্রতিষ্ঠা করা।
আওয়ার একাউন্টিবিলিটি
১.দেশের ও মুসলিম বিশ্বের প্রবীন ও নবীন উলামায়ে কেরাম ও আধুনিক ইসলামিক ফাইন্যান্স এক্সর্পাটদের সমন্বয়ে গঠিত শরীয়াহ বোর্ডের সার্বক্ষনিক তত্ত্বাবধায়ন।
২. হিসাব ও কার্যক্রমের শরীয়াহ নিরিক্ষা।
৩. ত্রৈমাসিক অভ্যন্তরিণ নিরিক্ষা।
৪. পেশাদার ও সুনামধণ্য নিরিক্ষা প্রতিষ্ঠান দ্বারা বার্ষিক নিরিক্ষা।
৫. বার্ষিক নিরিক্ষা ও হিসাব ওয়েব সাইটে ও বার্ষিক সভায় উপস্থাপন করা।
৬. প্রতিটি বিতরন ভিন্নভিন্ন স্বাধীন কমিটির মাধ্যমে অনুমোদন।
৭. প্রত্যেকটি কার্যক্রমের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ ও উপস্থাপন।