নাহু-সরফ কোর্স
আরবী কোরআন হাদিসের ভাষা। আলীয়া মাদ্রাসার আলিম, ফজিল ও কামিল শ্রেণী ভালো ফলাফল করতে হলে আরবী ব্যাকরণ তথা নাহু-সরফ ভালোমতো বোঝা জরুরী। সেজন্যই ইসলাম এন্ড লাইফ একাডেমির এই আয়োজন।
যাদের জন্য কোর্স
-তোমরা যারা দাখিল ফলপ্রার্থী আছো এবং আলিম-এ পড়াশোনা করতে চাও। আলিমে আরবী ১ম পত্র, ২য় পত্র, কোরআন, হাদিস, বালাগাত সাবজেক্টগুলো আরবী সম্পৃক্ত। এই বিষয়গুলোতে আরবীতে উত্তর দিতে পারলে তোমার এ+ পাওয়ার সম্ভবনা বেড়ে যাবে।
-যারা ফাজিল-কামিলে পড়ছেন। আপনাদের মৌলিক সাবজেক্টগুলো আরবীতে। আরবী বোঝা, আরবীতে লিখতে পারা আপনার ফাজিল-কামিলকে অর্থবহ করবে একই সাথে আপনার ভালো রেজাল্ট করা সম্ভবনা বৃদ্ধি করবে।
-যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগে পড়ছেন। আরবীতে দক্ষতা আপনার জন্য কতটা জরুরী তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
কোর্স এ যা থাকছে
-
-নাহু ও সরফের মৌলিক নিয়মগুলো উদহারন ও অনুশীলনসহ রিভিউ করা
-
-কোরআন, হাদিস ও মৌলিক আরবীগ্রন্থ থেকে তারকিব অনুশীলন করা।
-
-আরবী থেকে বাংলা ও বাংলা থেকে আরবী অনুবাদ করার কৌশল
-
-আরবী ফ্রি-হ্যান্ড রাইটিং প্রাকটিস
-
-এরাবিক কনভারসেশন
শিক্ষকবৃন্দ
শাইখ এরশাদুর রহমান
অনার্স, মাস্টার্স ও পিএইচডি গবেষক
আরবী ভাষা ও সাহিত্য বিভাগ
মদিনাহ বিশ্ববিদ্যালয়।
এবং
শাইখ জামাল উদ্দীন খালিদ
আবরী বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়
কোর্স ফিঃ- ৯৯৯ টাকা মাত্র
কোর্স উপাদান
-২৫ টি লাইভ ক্লাস
-২৫ টি শীট
-২৫টি ভিডিও
-১৫টা এসাইমেন্ট