কুরআনিক আওয়ার্স ফর চিলড্রেন্স
শিশুদের মন হলো আয়নার মতো। এই সময়ে যে শিক্ষা দেয়া হয় তা তার মনের গহীনে স্থান করে নেয়। এই সময়ের শিক্ষা শিশুর ব্যক্তিত্ব গঠনে প্রভাব রাখে। ফলে এই সময়ে বাচ্চাদের কুরআন শিখানো ও মৌলিক ইসলামী জ্ঞানের সাথে পরিচিত করা বাচ্চার আগামী জীবনকে আলোকিত করে। সেজন্যই ইসলাম এন্ড লাইফ একাডেমির এই কোর্স।
শিক্ষক
ইসলাম এন্ড লাইফ একাডেমির শিক্ষক মন্ডলী
ভিপি, মাশা ইউনিভার্সিটি, মালয়েশিয়া