
বিশেষ ফিচার
১. মূল ক্লাসের পাশাপাশি টিউটরদের তত্ত্বাবধানে মশকের/প্র্যাক্টিসের ব্যবস্থা
২. নারী শিক্ষার্থীদের পাঠগ্রহণ ও মশকের জন্য নারী টিউটর।
৩. ৭টি ক্লাসের পরে পরীক্ষা। পরীক্ষঅর ভিত্তিতে বিশেষ one to one ব্যবস্থা।
৪. ক্লাসের পরেই ক্লাসের #ভিডিও ও লেকচার #শীট প্রদান।
৫. সদা-সর্বদা অনলাইন সাপোর্ট
৬. আরো থাকছে বিশ্বজয়ী হাফেজদের মাধ্যমে স্পেশাল মশক
কুরআনিক আওয়ার্স ফর জেনারেল
We make sure that everyone blossoms.
আসসালামু আলাইকুম।
ইসলাম এন্ড লাইফ একাডেমির কুরআন ও মৌলিক ইসলাম শিক্ষা কোর্সে আপনাকে স্বাগত জানাচ্ছি।
প্রিয় শ্রোতা ও দর্শক। রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস
طلب العلم فريضة على كل مسلم
ইলিম অর্জন করা প্রত্যেক মুসলিম নর-নারীর ওপরে ফরজ। এই ফরজ দায়িত্ব পালনে ইসলাম এন্ড লাইফের এই কোর্স আপনার সহায়ক হবে।
শিক্ষক
ইসলাম এন্ড লাইফ একাডেমির শিক্ষক মন্ডলী