ইসলাম এন্ড লাইফ
ইসলাম শিক্ষা, চর্চা ও সামাজিক, মানবিক একগুচ্ছ কাজের একটি সমন্বিত একটি প্রয়াস।
প্রতিষ্ঠা
২০১০ সালে অনলাইনে বিশুদ্ধ ইসলামী জ্ঞানেরসরবরাহ নিশ্চিত করতে ইসলাম এন্ড লাইফ এর যাত্রা শুরু হয়। ২০১৯ থেকে অনলাইন একাডেমির কাজ শুরু হয়। ২০২০ থেকে ক্যারিয়ার, ফ্যামিলি, দারিদ্র্য বিমোচন, কর্মসংন্থান নিয়ে কাজ শুরু হয়।
লক্ষ্য
১. অনলাইনে বিশুদ্ধ ইসলামী জ্ঞান সহজলভ্য করা
২.কর্মজীবি, সাধারণ শিক্ষায় শিক্ষিত পেশাজীবি ও সাধারণ শিক্ষায়রত নতুন প্রজন্মকে কোরআন ও বিশুদ্ধ ইসলামী জ্ঞান শিক্ষার ব্যবস্থা করে দেয়া।
৩. তরুণ প্রজন্মকে ৪র্থ শিল্পবিপ্লবের উপযোগী দক্ষ করে গড়ে তোলা
৪. তরুণ প্রজন্মের ক্যারিয়ার গঠনে সহায়তা করা।
৫. পারিবারিক আবেগ-অনুভতির কেন্দ্র হিসেবে কাজ করা
৬. জাকাতের সুষ্টু ও যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে সহায়তা করা।
উদ্দেশ্য
মহান আল্লাহ তায়ালার সন্তষ্টি
মৌলিক নীতি
মানুষের স্বার্থসংশ্লিষ্ঠ স্বাধারণ (common) বিষয়গুলো নিয়ে কাজ করা। বিতর্ক, সমালোচনামূলক বিষয় এড়িয়ে করা।
আমাদের কার্যক্রম
১. ইসলাম এন্ড লাইফ একাডেমি
সকল বয়সী মানুষের জন্য কোরআন ও ইসলামের মৌলিক বিষয়ে বিভিন্ অনলাইন কোর্স পরিচালনা করা হয়। একই সাথে আসন্ন ৪র্থ শিল্প বিপ্লবকে বিবেচনায় নিয়ে তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নের জন্য নানা কোর্স পরিচালনা ও কর্মশালা আয়োজন করা হয়। এবং স্বাস্থ্য, পরিবার, মানসিক স্বাস্থ্য, প্যারেন্টিং ইত্যাদি নিয়ে বিভিন্ন কোর্স পরিচালনা করা হয়।
২. ইসলাম এন্ড লাইফ নলেজ পোর্টাল
ডিজিটাল এই সময়ে মানুষের হাতে নাগালে শুদ্ধ ও সালাফ সমর্থিত ইসলামী জ্ঞান সরবারহ করা জন্য একটি সমৃদ্ধ ওয়েব সাইই পারিচালনা করা হয়। এই সাইটে ইসলামী আকিদা, মাসয়ালা, দর্শন, সাহিত্য, জীবনী ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে তথ্যসমৃদ্ধ প্রবন্ধ প্রকাশ করা হয়।
৩. ইসলাম এন্ড লাইফ ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম
বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের একাডেমিক ও জব ক্যারিয়ার নির্ধারণে ও বিকাশে সহায়তা করা এই কার্যক্রমের লক্ষ্য।কর্মশালা ও ওয়েবিনার আয়োজন, বিভিন্ন ক্যারিয়ার সফল ব্যক্তিদের সাথে গ্রুপ ডিসকাশন, ওয়ান টু ওয়ান মিটিং আয়োজন করা হয়। ব্যবসা সংক্রান্ত পরামর্শ প্রদানের জন্য অভিজ্ঞজনদের সাথে মিটিং ও কন্সালটেন্সির আয়োজন করা হয়। এছাড়াও চাকুরী প্রত্যাশী ও চাকুরী দাতাদের মাঝে সমন্বয় করে দেয়ার কাজ করা হয়।
৪. ইসলাম এন্ড লাইফ ফ্যামিলি কাউন্সিলিং
বাংলাদেশে পারিবারিক বন্ধন হালকা হয়ে যাচ্ছে। বিবাহ বিচ্ছেদ বাড়ছে। যার প্রভাব পড়ছে সমাজ জীবনে। সেজন্য পরিবার বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে প্রবন্ধ, আলোচনা, দলগত বৈঠক, একক বৈঠক, বিশেষজ্ঞ বৈঠক আয়োজন করা হয়। সন্তান পালন, ক্যারিয়ার-ফ্যামিলি কনফ্লিট নিরসন, ফ্যামিলি ক্রাইসিস সলভের জন্য বিশেষজ্ঞ কর্মশালা, ওয়েবিনার ও বিশেষজ্ঞ বৈঠকের আয়োজন করা হয়।
৫. ইসলাম এন্ড লাইফ জাকাত ম্যানেজমেন্ট প্রোগ্রাম
জাকাতের সুষ্টু ব্যবহারের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে অবদান রাখা। এই প্রোগামের অধিনে তিনটি কার্যক্রম চলমান রয়েছে।
Ø Sustainable Poverty Reduction Program
Ø Education & Skill Development Program
Ø Social Safety net Program
৬. সামজিক মাধ্যম প্রচারনা
এই কার্যক্র মের মধ্যে দুইটি ইউটিউব চ্যানেল পরিচালনা করা হয়। একটি হলো ইসলাম ও জীবন বিষয়ক আলোচনাসমৃদ্ধ। আরেকটি হলো বাচ্চাদের জন্য। একটি ফেসবুক পেজ, গ্রুপ পরিচালনা করা হয়। যেখানে আমাদের কার্যক্রম সম্পর্কে তথ্য উপস্থাপন করা ছাড়াও সমাজের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
মতাদর্শ
ইসলাম ও মানবতা
উদ্যোক্তা
ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম তালুকদার
বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছেন। বর্তমানে ফায়ার সেফটি নিয়ে প্রথম সারীর একটি প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে কাজ করছেন। তিনি পারিবারিকভাবেই ইসলাম ঘনিষ্ঠ। ছাত্রকাল থেকেই সামাজিক কাজে সম্পৃক্ত।
প্রতিষ্ঠানের ধরণ
ইসলাম এন্ড লাইফ একটি অলাভজনক প্রতিষ্ঠান।
আমাদের ঠিকানা
কর্পোরেট অফিস
বাসা# ৩, ফ্লাট #১,৩, ব্লক # ই, লালমাটিয়া , ঢাকা ১২০৭
অপরেশনাল অফিস
৩৩৫, ডিআইটি রোড, পশ্চিম রামপুরা, ঢাকা।