ইসলাম এন্ড লাইফ জাকাত ম্যানেজমেন্ট প্রোগ্রাম


~~~~~~কর্মসৃজন প্রকল্প~~~~~~

গ্রহীতার নাম:- মুহাম্মাদ রমজান আলী

ঠিকানা:- মুজাহিদ নগর, বনগ্রাম, তেঘরিয়া, দক্ষিণকেরাণীগঞ্জ, ঢাকা।

বিবরণ

বয়স:-২৫ থেকে ৩০

শারিরিক অবস্থা:- বাকপ্রতিবন্ধি। একই সাথে হাতে ও পায়ে একধরণের সমস্যা রয়েছে। সে হাঁটতে ও কোন কিছু ধরতে পারলেও তা ধীরগতিতে এবং কিছুটা অস্বাভাবিকভাবে। তবে সে বুদ্ধিপ্রতিবন্ধি না। 


পারিবারিক অবস্থা:- বাবা নাই। স্ত্রী ও বৃদ্ধ মাকে নিয়ে তার সংসার।


আর্থিক অবস্থা:- মুজাহিদনগরে তার বাবার দেয়া আড়াই কাঠার একটা প্লট আছে। সেখানে টিনের ঝুপড়িমতো একটা ঘরে তারা থাকেন। আর তার আয়ের উৎস হলো ছোট একটা দোকান। (ছবিতে সংযুক্ত)। এই দোকানের আয় দিয়ে কোনমতো চলে। দোকানের দিনে ৩০০-৫০০ টাকার মতো বেচাকেনা হয়। বা তারও কম।


পরিকল্পনা:- তার দোকানটাকে একটু বড় করা ও মেরামত করে দেয়া এবং তার দোকানে কিছু মালামাল কিনে দেয়া।

বাজেট:- ৬ বাই ৬ ফিট দোকান মেরামত করা। লোহার ফ্রেম, কাঠ ও টিন দিয়ে। সম্ভব্য খরচ ২০,০০০ টাকা মালামাল ক্রয়
তাঁরসাথে কথা বলে অন্তত ৫০ হাজার টাকার মালামাল কিনে দেয়া।


আমাদের পলিসি:-
ক. কেউ আগ্রহী হলে নিজ দায়িত্বে গ্রহীতার সাথে সরাসরি যোগাযোগ করে পুরো প্রকল্প শেষ করতে পারবেন।

খ. অথবা কেউ প্রকল্পে সাধ্য ও সুযোগমতো অংশগ্রহণ করতে পারবে।

গ. প্রকল্প সম্পাদনের সময় সকল অংশিদারকে আমন্ত্রন জানানো হবে। 

ঘ. প্রকল্পের যাবতীয় ব্যয় অংশিদারদের মাঝে যথাযথভাবে উপস্থাপন করা হবে।

ঙ. অনুদানের কোন টাকা ম্যানেজমেন্টে ব্যয় করা হবে না।

Donate Now