আস সালামু আলাইকুম।প্রিয় সুধি!ইসলাম এন্ড লাইফ জাকাত ম্যানেজমেন্ট প্রোগ্রামের সাথে কাজ করতে আগ্রহী হওয়ায় আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।আপনি এই প্রকল্পে অংশ নিতে চাইলে দুইভাবে অংশ নিতে পারেন।১. সরাসরি আমাদের অফিসে এসে ডোনেট করতে পারেন।২. মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ডোনেট করতে পারেন। (এই মাধ্যমে অংশ নিতে চাইলে অব্শ্যই আগে কথা বলে নিতে হবে।)উল্লেখ্য১. আমরা জাকাতের টাকা জমা রাখি না। প্রকল্প ভিত্তিক টাকা সংগ্রহ করে প্রকল্প সমাপ্ত করা হয়।২. আপনি চাইলে ডোনেট করার আগে প্রকল্প পরিদর্শন করতে হবে।৩. প্রকল্প সমাপ্ত হওয়ার পরে আবশ্যকিয়ভাবে আপনাকে প্রকল্প ভিজিট করতে আমন্ত্রন করবো।৪. প্রকল্প সমাপ্ত হওয়ার পরে অংশীদেরদের আয়-ব্যায়ের হিসেব প্রদান করা হবে।আমাদের অফিস৫ম তলা। আবু সাঈদ সুপার মার্কেট, ৩৩৫ ডিআইটি রোড, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯ ০১৮১৮ ৬৪৬৫৭৫মোবাইল ব্যাংকিং এর জন্য০১৮১৮ ৬৪৬৫৭৫ (বিকাশ ও নগদ)আল্লাহ আপনার দানকে কবুল করুন।
We use cookies to provide you a better user experience.